নিজস্ব প্রতিবেদক
প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সাবেক উপ পরিচালক অধ্যাপক ডা. এ জে এম শামসুদ্দীন চৌধুরী মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২৫ জুলাই, রবিবার রাত ১১টা ১৫ মিনিটে নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ১০ জুলাই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ম্যাক্স হাসপাতালে ভর্তি হন। এ বিষয়টি নিশ্চিত করেছেন ম্যাক্স হাসপাতালের একটি সূত্র।
শামসুদ্দীন চৌধুরী চট্টগ্রাম মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি চমেক হাসপাতালের উপ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৭ সালে তিনি অবসরে যান।
উল্লেখ্য অধ্যাপক শামসুদ্দীন চৌধুরীর স্থায়ী নিবাস হাটহাজারীর বদিউল আলম হাটে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সাবেক উপাচার্য প্রফেসর ড. এজেএম নুরুদ্দীন চৌধুরী’র আপন বড় ভাই।