নিজস্ব প্রতিবেদক : নগরীতে অভিনব কায়দায় পাচারকালে সাড়ে ৭৯ লাখ টাকার ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। এদের মধ্যে একজন নারীও রয়েছেন। গত শনিবার রাত সাড়ে ১১টায় বাকলিয়া থানাধীন মীর ফিলিং স্টেশনের বিপরীত পাশে রাজবাড়ি কনভেশন সেন্টারের সামনে থেকে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, জেলার আনোয়ারার বরুম ছাড়ার মৃত কালা মিয়ার পুত্র মো. আলম (৩৯), আনোয়ারার খুরুশকুরের মৃত ইমাম শরীফের পুত্র মোশারফ আলী (৩৮) ও বুরুম ছড়ার নবী হোসেনের কন্যা সেনোয়ারা বেগম (২৭)। এ সময় তাদের কাছ থেকে ২৬ হাজার ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, বাকলিয়া থানাধীন মীর ফিলিং স্টেশনের বিপরীত পাশে রাজবাড়ি কনভেশন সেন্টারের সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে এমন তথ্য পেয়ে র্যাব সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালায়। অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি সুকৌশলে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে এদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা টেবলেটগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৭৯ লক্ষ ৫০ হাজার টাকা বলে র্যাব জানায়।