দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আবদুস সবুর লিটন।
সোমবার (২০ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে থেকে মনোনয়ন ফরম সংগ্রহের পর তাৎক্ষণিক সেটি পূরণ করে জমা দেন তিনি।
মনোনয়ন ফরম সংগ্রহ করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমার প্রথম পরিচয় আমি বঙ্গবন্ধুর সৈনিক। আমি কর্মজীবনে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ মেনে চলার চেষ্টা করেছি। আমি ছাত্রলীগের রাজনীতি থেকে আওয়ামী লীগের রাজনীতি করেছি। পাশাপাশি আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়রের দায়িত্ব পালন করছি। কেবল জনপ্রতিনিধি হলেই মানুষের সেবা করব এমন নয়। আমি জনপ্রতিনিধি হওয়ার আগেও চট্টগ্রাম মহানগরীর মানুষের জন্য কাজ করে আসছি। জনসেবা করে আমি মানুষের ভালোবাসা পেয়েছি।
তিনি আরও বলেন, আমাকে দল মনোনয়ন দিলে আমি ডবলমুরিং-খুলশী থানাধীন চসিকের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড আসনের জনগণের জন্য আরও ব্যাপক পরিসরে কাজ করার সুযোগ পাবো। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমি দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করে তা জমা দিয়েছি। দল আমার ওপর আস্থা রেখে মনোনয়ন দিলে আমি সবটা উজাড় করে দিয়ে কাজ করবো।
প্রসঙ্গ, গত শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও জমাদান কার্যক্রম শুরু হয়। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে আট বিভাগের জন্য স্থাপন করা হয় ১০টি বুথ। সেখান থেকে ফরম বিক্রি করা হয়। মনোনয়ন ফরম বিক্রির এই কার্যক্রম চলবে আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত। এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। মনোনয়ন ফরম বিক্রি শেষ হলে দলের মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই শেষে ৩০০ আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ।