চট্টগ্রাম-১০ আসনে মনোনয়ন ফরম নিলেন আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ

 নিজস্ব প্রতিবেদক |  রবিবার, নভেম্বর ১৯, ২০২৩ |  ১১:০৩ অপরাহ্ণ
       

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিন শনিবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম-১০ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ।

গত ৩০ জুলাই এই আসনে উপ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এরআগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মনোনয়ন প্রত্যাশী ছিলেন ফরিম মাহমুদ।

২০ নভেম্বর সোমবার তিনি মনোনয়ন ফরম জমা দেবেন বলে জানিয়েছেন।

ফরিদ মাহমুদ নগর আওয়ামী লীগের একজন পরিচ্ছন্ন নেতা। দীর্ঘদিন তিনি নগর যুবগলীগের যুগ্ম আহবায়কের দায়িত্বে থেকে তুখোড় নেতৃত্ব দিয়েছেন। রাজনীতিতে গড়ে তুলেছেন নিজস্ব ইমেজ। রাজনীতির পাশাপাশি জনক-জননী ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন গড়ে তুলেছেন। যে প্রতিষ্ঠানের মাধ্যমে সারা বছর মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি।

চট্টগ্রাম ১০ আসন থেকে মনোনয়ন ফরম নেয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ছাত্রজীবন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতির সাথে নিজেকে আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছি। আওয়ামীলীগ আমার প্রাণের সংগঠন। এই সংগঠন যখন যাকে যেভাবে যোগ্য মনে করবে তা আমাদেরকে মাথা পেতে নিতে হবে। তিনি আরো বলেন, আমি মানুষের কল্যাণে কাজ করেছি যতদিন বাচবো এটা করে যাবো।

আমাকে যদি কোন দায়িত্ব দেওয়া হয় আমি সংগঠনের ভাবমূর্তি যেন জনগণের কাছে উজ্জ্বল হয় সেই চেষ্টা করে যাবো ইনশাল্লাহ।