কামরুল হাসান সভাপতি, হোসাইন আকতার রাফি সেক্রেটারী

লায়ন’স ক্লাব অব চিটাগাং নিউ সিটির নতুন কমিটি গঠন

 নিজস্ব প্রতিবেদক |  সোমবার, সেপ্টেম্বর ১৮, ২০২৩ |  ৯:১১ অপরাহ্ণ
       

লায়ন’স ক্লাব অফ চিটাগাং নিউ সিটি ক্লাব (১০১৯৫৬) এর নতুন কমিটি গঠিত হয়েছে।

সম্প্রতি ক্লাবের বোর্ড সভায় অনুমোদিত উক্ত কমিটিতে প্রেসিডেন্ট পদে লায়ন কামরুল হাসান তালুকদার, সেক্রেটারী পদে লায়ন হোসাইন আকতার রাফি এবং ট্রেজারার পদে লায়ন মোঃ খাইরুজ্জামান-কে ২০২৩-২০২৪ লায়ন সেবা বছরের জন্য দায়িত্ব প্রদান করা হয়।

নব নির্বাচিত প্রেডিসেন্ট এবং সেক্রেটারী পূর্বের ধারাবাহিকতায় ক্লাবের সেবার মান অক্ষুন্ন রেখে নব উদ্যমে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের সহযোগীতা কামনা করেন।