শিশুর শারীরিক ও মানসিক বিকাশে, পরিবারের স্বাস্থ্য সচেতনতা জরুরি। একইসাথে শিশুর প্রতি মানবিক ও দায়িত্বশীল আচরণে আমাদের সহনশীলতা প্রয়োজন। এ ব্যাপারে সমাজেরও রয়েছে দায়বদ্ধতা। একটি শিশু মাতৃগর্ভে থাকা অবস্থায় যদি, মায়ের যত্ন ও পুষ্টির দিকে পরিবার যত্নশীল হয়, তাহলে একটি সুস্থ শিশু জন্মগ্রহণ করে। এছাড়াও জন্মের পর থেকে শিশুর মৌলিক সেবাগুলো পাওয়ার মধ্য দিয়ে শিশুর মেধা ও শারীরিক বিকাশে সমৃদ্ধি লাভ করে।
গত ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীর পাঠানটুলিতে সূর্যের হাসি ক্লিনিকের আয়োজনে ও রেনেটা ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় স্থানীয় জনগোষ্ঠীর সাথে শিশু স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।পাঠানটুলি নাজিরপুলস্থ সূর্যের হাসি ক্লিনিকের ব্যবস্থাপক দেবাশীষ কান্তি বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সভায়, বিষয়ের আলোকে বক্তব্য রাখেন সূর্যের হাসি ক্লিনিকের মেডিকেল অফিসার ডাঃ রোখসানা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক স্বপন কুমার মল্লিক। বক্তব্য রাখেন রেনেটা ফার্মাসিউটিক্যালসের সিনিয়র ডিএসএম লিটন কান্তি দেব ও ডিএসএম শহীদুল ইসলাম, সূর্যের হাসি কমিউনিটি সাপোর্ট গ্রুপ সচিব ও পাঠানটুলি গায়েবি মসজিদের সহকারী মোতোয়ালি মোঃ রাশেদ খান ও গাউসিয়া কমিটি বাংলাদেশ, উত্তর পাঠানটুলি ওয়ার্ড সেক্রেটারী ও সূর্যের হাসি কমিউনিটি সাপোর্ট গ্রুপ ট্রেজারার হাজী আব্দুল মালেক।