টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনালের প্রথম দিনটি ছিলো অস্ট্রেলিয়ার

 রাসেল আদিত্য, স্পোর্টস ডেস্ক |  বৃহস্পতিবার, জুন ৮, ২০২৩ |  ১২:৩৬ অপরাহ্ণ
       

ইংল্যান্ডের দ্য ওভালে টস জিতে বোলিং নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।মোহাম্মদ সিরাজ শূন্য রানে উসমান খাজাকে ফিরিয়ে দিয়ে স্বপ্নের শুরু এনে দিয়েছিলেন ভারতকে।২ রানে প্রথম উইকেট হারানো অসি ব্যাটাররা জুটি গড়ায় মন দিলে ডেভিড ওয়ার্নার ও লাবুশেন ৬৯ রানের জুটি গড়ে তোলেন।কিন্তু লাঞ্চের পরপরই মোহাম্মদ শামি লাবুশেনকে ও শার্দুল ঠাকুর ওয়ার্নারকে ফিরিয়ে দিলে ৭৬/৩ পরিণত হয় অষ্ট্রেলিয়া।

কিন্তু ভারতের সাফল্যের গল্প ওখানেই শেষ হয়ে শুরু হয় ট্রাভিস হেডের পাল্টা আক্রমণ।একপ্রান্তে ষ্টিভেন স্মিথ টেষ্ট মেজাজে খেললেও ওয়ানডে মেজাজে ছিলেন ট্রাভিস হেড।১০৬ বলে সেঞ্চুরি তুলে নিয়ে ট্র্যাভিস হেড দিনশেষে ১৪৬ রানে ও স্মিথ ৯৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।দুজন মিলে ৩৭০ বলে ২৫১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান। কাল প্রথম শেষনে ভারতীয় বোলাররা এই দুজনকে ফেরাতে ব্যর্থ হলে বিশাল রানের নীচে চাপা পড়তে চলেছে টিম ইন্ডিয়া। সংক্ষিপ্ত স্কোর:-অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৩২৭/৩(৮৫ ওভার) ট্রাভিস হেড ১৪৬*,স্মিথ ৯৫*।