চট্টগ্রাম ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজনের সাথে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময়ে খোরশেদ আলম সুজন বলেন-সাম্প্রদায়িকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে চট্টগ্রাম ১৪ দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতে হবে।
মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে বিএনপি-জামাতের অশুভ কর্মতৎপরতা রুখে দাঁড়াতে হবে। উক্ত মতবিনিময় সভায় চট্টগ্রামের বিভিন্ন সমস্যা সমাধানকল্পে-১৪ দল জনগণের পক্ষে অবস্থান গ্রহণের আশা ব্যক্ত করেন।
সভায় মহানগর জাসদের পক্ষে উপস্থিত ছিলেন-চট্টগ্রাম মহানগর জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, কেন্দ্রীয় শ্রমিক জোট নেতা হাসান শহীদ রানা, মহানগর জাসদের সাংগঠনিক সম্পাদক মঈনুল আলম খান, জাসদ নেতা রেজাউল করিম আগ্রাবাদী, মহানগর যুব জোটের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আরিফ মাঈনুদ্দীন, যুব সংগঠক ছোটন বিশ্বাস প্রমুখ। চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক মনোনীত হওয়ায় খোরশেদ আলম সুজনকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন চট্টগ্রাম মহানগর জাসদের নেতৃবৃন্দ।