সন্দ্বীপে ৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে অপহরণকারীদের আস্তানা থেকে ছাড়া পেল মিনিস্টার হিউম্যান কেয়ার এর টেরোটরি সেলস ম্যানেজার ফয়েজ

  নিজস্ব প্রতিবেদক: |  রবিবার, মে ২৮, ২০২৩ |  ১:০২ অপরাহ্ণ
       
চট্টগ্রামের সন্ধীপে মিনিস্টার হিউম্যান কেয়ার এর টেরোটরি সেলস ম্যানেজারকে অপহরণ করে অজ্ঞাত স্হানে আটকে রেখে পরিবারের কাছ থেকে ৫ লক্ষ টাকা মুক্তিপন আদায়ের অভিযোগ উঠেছে ৫ জনের অপহরণ কারী একটি গ্রুপের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে গত ২৯ এপ্রিল শনিবার সকাল সাড় ৯ টায় সন্ধীপ উপজেলার শিবের হাটে সাইফুল নামের এক অপহরণ কারীর গুদাম ঘরে।
ঘটনার শিকার টেরোটরি সেলস ম্যানেজারের নাম ফয়েজ আহমেদ ভূইয়া (৩৪)। তিনি সীতাকুণ্ড উপজেলার পূর্ব আমিরাবাদ গ্রামের মাহমুদুর রসিদ ফারুকের ছেলে। এঘনায় ফয়েজ আহমেদ বাদী হয়ে ৫ জনকে আসামী করে চট্টগ্রামের চীপ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে সিআর মামলা নং-৩৭০ /২০২৩ দায়ের করেন। বর্তমানে টুরিস্ট পুলিশ চট্টগ্রাম অঞ্চলের এস আই মো. মাসুক মামলাটি তদন্ত করছেন।
মামলার আসামীরা হলেন সন্ধীপ উপজেলার মাইটভাঙ্গা এলাকার আব্দুল হান্নানের ছেলে মো. সাইফুল ইসলাম (২৮), মার্শাল মেম্বার (৩৩), মেহেদী (২৮), শরীফ (২৩) ও হাসান মো. শাহরীয়ার আলম(৩৭) পিতা – অজ্ঞাত। মামলার বিবরণে জানাযায় ফয়েজ ভুইয়া মিনিস্টার হাইটেক কোম্পানির সীতাকুণ্ড শাখার এস এম পদে কর্মরত আছেন। সন্ধীপ উপজেলা ও তার কর্মস্থল হওয়াতে চাকুরী ও মার্কেটিং এর জন্য প্রায় সন্ধীপ যাওয়া আসা করতেন কুমিরা গুপ্তছড়া ফেরিঘাট দিয়ে। আসামী সাইফুল ইতিপূর্বে সদ্বীপ উপজেলায় মিনিস্টার হাইটেক এর ডিস্টিবিউটর পাওয়ার জন্য আবেদন করেন। ফয়েজ ভুইয়া সীতাকুণ্ড ও সন্দ্বীপে কর্মরত থাকায় সাইফুলের প্রতিষ্ঠানটি ভিজিট করার দায়িত্ব পায়। ঘটনার দিন সকাল সাড়ে ৯ টার দিকে ফয়েজ ভুইয়া সন্দ্বীপ গুপ্তছরা ফেরী ঘাটে পৌছলে আসামী সাইফুল মোটর সাইকেল যোগে ফয়েজকে শিবের হাট তার প্রতিষ্ঠানে নিয়ে যায়। এরপর অপরাপর আসামীরা জড়ো হয়ে ফয়েজকে একটি গুদামে পুরোদিন এবং রাত আটকে রেখে তার উপর শারীরিক ও মানষিক নির্যাতন চালায় আসামীরা।
এক পর্যায়ে ফয়েজের পিতার কাছে ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। ফয়েজের পিতা ছেলের প্রাণহানির সঙ্কায় পর দিন ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শিবের হাট শাখায় আসামী শাহরিয়ার আলমের একাউন্টে প্রেরণ করেন। পরে আসামীরা ওই টাকা উত্তোলন করে ফয়েজ ভুইয়াকে ছেড়ে দেন। এ ব্যাপারে মামলার আইও এস আই মাসুক বলেন ঘটনাস্হলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রাথমিক ভাবে আসামীদের চিন্হিত করা গেছে। এ ব্যাপারে টুরিস্ট পুলিশ চট্টগ্রাম অঞ্চলের এসপি মো. আপেল মাহমুদ বলেন প্রাথমিক ভাবে আসামীদের সনাক্ত করা গেছে। আরও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্হা নেয়া হবে।