রোটারি ক্লাব অব আগ্রাবাদে ডিস্ট্রিক্ট গভর্নর এর পরিদর্শন এবং চার্টার নাইট উদযাপন

 নিজস্ব প্রতিবেদক |  বৃহস্পতিবার, নভেম্বর ৪, ২০২১ |  ৮:০৭ অপরাহ্ণ
       

৩০ অক্টোবর নগরীর ‘দ্যা ভিলেজ’ রেস্টুরেন্টে অনুষ্ঠিত রোটারি ক্লাব অব আগ্রাবাদ এর নিয়মিত সভায় উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর সম্মানিত গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী পি এইচ এফ। সকাল সাড়ে এগারোটায় প্রেসিডেন্ট শফিউল আলম পি এইচ এফ এর নেতৃত্বে সভা শুরু হয়। সভায় আরো উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট গভর্নর বাহার উদ্দিন পি এইচ এফ, ডেপুটি গভর্নর সাইফুদ্দিন আহমেদ পি এইচ এফ, ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ সেক্রেটারি সানিউল ইসলাম পি এইচ এফ, রোটারি ক্লাব অব আগ্রাবাদ এর প্রেসিডেন্ট ইলেক্ট জাফর আহমেদ পি এইচ এফ, এছাড়াও রোটারি ক্লাব অব আগ্রাবাদ এর সম্মানিত সদস্য বৃন্দ স্বশরীরে এবং জুম ক্লাউড মিটিংয়ের মাধ্যমে যুক্ত ছিলেন সভায়। গভর্নর ফয়েজ খান ক্লাবের নানা অগ্রগতি ও কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। দুপুরে একটি ফেলোশিপ লাঞ্চ এর মাধ্যমে সভা শেষ হয়।
একই দিন সন্ধ্যায় নগরীর আগ্রাবাদ হোটেলে আয়োজিত হয় রোটারি ক্লাব অব আগ্রাবাদ এর চার্টার নাইট উদযাপন। সন্ধ্যা সাড়ে সাতটায় প্রোগ্রাম চেয়ার রোটারিয়ান জাফর আহমেদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর প্রেসিডেন্ট শফিউল আলম ক্লাবের সকল সদস্য এবং উপস্থিত ডিস্ট্রিক্ট অফিসারদের নিয়ে কেক কেটে চার্টার নাইট উদযাপন করেন। তিনি তার বক্তব্যে প্রথম চার মাসে ক্লাবের ২৮ টি প্রজেক্ট সম্পর্কে বলেন এবং আরো প্রজেক্ট করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে ক্লাবের সকল সদস্য তাদের পরিবার নিয়ে অংশগ্রহণ ও উপভোগ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী, গভর্নর ইলেক্ট রুহেলা খান চৌধুরী, গভর্নর নমিনি ইঞ্জিনিয়ার মতিউর রহমান, সাবেক গভর্নর এম এ আওয়াল , সাবেক গভর্নর এম এ আহাদ , সাবেক গভর্নর প্রফেসর তৈয়ব চৌধুরী এবং প্রমুখ। এছাড়াও চট্টগ্রামের বিভিন্ন রোটারি ক্লাব সমূহের প্রেসিডেন্ট ও সিনিয়র সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য, গান, কৌতুক ও নানা মজাদার আয়োজনের পর একটি ফেলোশিপ ডিনারের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়