সাতকানিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে জরিমানা

 সাতকানিয়া প্রতিনিধি |  রবিবার, এপ্রিল ২, ২০২৩ |  ৯:৪৪ অপরাহ্ণ
       

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৭ ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা বাজার, লতাপীর বাজার ও এওচিয়ার টেক এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা।

উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার সকাল থেকে উপজেলার কয়েকটি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় মূল্য তালিকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ৭ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো জনসম্মুখে ধ্বংস করে তাদের সতর্ক করা হয়েছে। রমজান মাসে দোকানীদের পণ্যমূল্য স্বাভাবিক রাখতে বলা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।