চান্দগাঁওয়ে ১৯ বছর পর ৭ মামলার আসামি গ্রেপ্তার

 নিজস্ব প্রতিবেদক |  শনিবার, এপ্রিল ১, ২০২৩ |  ৯:১৫ অপরাহ্ণ
       

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে অর্থ আত্মসাৎসহ ৭ মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তার মো. জাফর আহাম্মদ (৬১) খাগড়াছড়ির দীঘিনালা থানার হাজী মফজল আহাম্মদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, অর্থ আত্মসাৎসহ ৭ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জাফর আহাম্মদ দীর্ঘ ১৯ বছর ধরে গ্রেপ্তার এড়াতে বিভিন্ন জায়গায় পালিয়ে ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত পৌনে ৯টায় নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।