চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে ছিনতাই চক্রের ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মার্চ) দিনগত রাতে মিউনিসিপ্যাল মডেল স্কুলের সামনের ফুটওভার ব্রিজের নিচ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫টি ছোরা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর ।
গ্রেপ্তারা হলেন : শাওন ফরাজী ওরফে শাউন (২৫), মো. সজীব প্রকাশ পিচ্ছি সজিব (২৭), মো. শাহেদ প্রকাশ সাহেদ (৩২), মো. জুয়েল (২১) এবং মো. ইয়াছিন (৩০)।
ওসি জাহিদুল কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের সামনে ফুটওভার ব্রিজের নিচ থেকে ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে তাদের কাছ থেকে ৫টি ছোরা উদ্ধার করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত পাঁচটি করে মামলা আছে। তারা রমজান মাস উপলক্ষে রাতের বেলায় নিউমার্কেটের আশপাশ এলাকায় যাতায়াতকারী গাড়ি ও পথচারীদের টার্গেট করে ছিনতাই করে।