পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বোয়ালখালীতে হাজি মোহাম্মদ জানে আলম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজি জানে আলম পক্ষ থেকে ৫ হাজার অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৩০ মার্চ) সকালে হাজি মোহাম্মদ জানে আলম উচ্চ বিদ্যালয় মাঠে পীরে কামেল হযরত আলহাজ্ব নুর মোহাম্মদ (মাঃ জিঃ) মোনাজাত পরিচালনার পর ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আলহাজ্ব রেজাউল করিম বাবুল। প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম রাজা। বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম। চরখিজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবু নঈম চৌধুরীর সঞ্চালনায় বক্তব্যদেন বোয়ালখালী পৌরসভার মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর। বিশিষ্ট দানবীর বোয়ালখালী আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ জানে আলম। হাজি মাহাবুব আলম, হাজি মোঃ তৈয়ব, হাজি শাহাজাহান। উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক অনুপ দাশ, মোঃ ইব্রাহীম চৌধুরী, চরকিজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মোঃ সেলিম, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাংগঠক সম্পাদক সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম, শাকপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগন্নাথ চৌধুরী লুগু, শ্রমিকলীগের সভাপতি হাজি মোঃ মোজাহের আলম, আবুল হাসেম, জাহিদুল ইসলাম জয়, মনসুর আলম বাবলা, আতিক উর রহমান, নুরুল কবির, মৌলানা আবদুল মাবদু, মেম্বার মোজাম্মেল হক মানিক, মেম্বার সাদেক হোসেন, উপজেলা যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, আলতাফ, খোরশেদ আলম মুন্সী প্রমুখ।
বিশিষ্ট দানবীর হাজী মোহাম্মদ জানে আলম ও অতিথিগণ হতদরিদ্র ৫ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন। তিনি আর বলেন অসহায় দুস্থ ও গরীব লোকদের পাশে দাঁড়ানো মানুষ হিসেবে আমাদের দায়িত্ব। তারই অংশ হিসেবে আজ নিজ এলাকার অসহায় দুস্থ ও গরীব লোকদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে।