বাংলাদেশে নিযুক্ত বেলজিয়ামের রাষ্ট্রদূত দিদিয়ের ভেন্ডারহেসেল্ট চট্টগ্রামের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
গতকাল বুধবার (২৯ মার্চ) রাতে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্ল’তে মতবিনিময় করেন তারা।
সভায় বাংলাদেশের দ্রুত আর্থ-সামাজিক প্রবৃদ্ধির ভূয়সী প্রশংসা করে রাষ্ট্রদূত দিদিয়ের ভেন্ডারহেসেল্ট বলেন, বাংলাদেশ এবং বেলজিয়ামের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। দু’দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও বর্তমানে বাণিজ্যিক সম্ভাবনা অনেক বৃদ্ধি পেয়েছে।
তিনি খুব সহজে ও দ্রুত সময়ের মধ্যে ইউরোপের ভোক্তার কাছে পণ্য পৌঁছে দিতে এবং রপ্তানি পণ্যের বৈচিত্র করণের উপর গুরুত্বারোপ করে এই বিশাল বাজারের সুযোগ গ্রহণ করতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। রাষ্ট্রদূত বন্দর ব্যবস্থাপনা, বাংলাদেশের অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানী, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং কৃষিখাতসহ বিভিন্ন সেক্টরে তাদের অভিজ্ঞতা ও অত্যাধুনিক প্রযুক্তির বিনিময়ে আগ্রহ প্রকাশ করেন।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও বেলজিয়ামের মধ্যে প্রচুর বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ রয়েছে। বিশেষ করে কৃষি ব্যবসা, নবায়নযোগ্য জ্বালানি, বন্দর ও সড়ক পরিবহন অবকাঠামো, ড্রেজিং, লজিস্টিকস, পানি পরিশোধন খাতে কাজের সুযোগ রয়েছে।
এদিকে মতবিনিময় সভায় চট্টগ্রামের ব্যবসায়ী নেতৃবৃন্দ ব্যবসার সুযোগ অন্বেষণে বাংলাদেশে একটি আঞ্চলিক বাণিজ্য মিশনে নেতৃত্ব দেয়ার জন্য বেলজিয়ামের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশে উল্লেখিতখাতে বিনিয়োগে বেলজিয়ামের সহায়তা কামনা করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সম্মানিত পরিচালক, এস্কেপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান এণ্ড সিইও এবং স্লোগাননিউজডটকম-এর উপদেষ্টা সম্পাদক ওয়াহিদ রায়হান ইফতেখার মাহমুদ রাসেল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় ওয়ালোনিয়া’র ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট কমিশনার গোয়ালিয়াম ডি বাসুমপিয়েরে, ফ্ল্যান্ডার্স’র ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট কমিশনার বাবেতে ডেসফজ, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৗশলী এ কে এম ফজলুল্লাহ, এস্কেপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও স্লোগাননিউজডটকম-এর সম্পাদকমন্ডলীর সভাপতি এটিএম শহীদুল্লাহ্ শহীদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম বন্দরের কর্মকর্তাবৃন্দসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।