মুক্তির মন্ত্রে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিন ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে জনমুখী ও টেকসই উন্নয়ন, সুশাসন, সামাজিক ন্যায়বিচার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
২৬ মার্চ রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আলোচনা শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বক্তারা উক্ত অভিমত ব্যক্ত করেন।
প্রেস ক্লাব সভাপতি সালাহউদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সাধারণ সম্পাদক ম শামসুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সিইউজে’র সিনিয়র সহ সভাপতি রুবেল খান, সিইউজে’র সাবেক সভাপতি এম নাসিরুল হক, সাবেক সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ, বিএফইউজে’র সাবেক যুগ্ম-মহাসচিব আসিফ সিরাজ প্রমুখ।
প্রেস ক্লাব সভাপতি সালাহউদ্দিন মো. রেজা বলেন- স্বাধীনতার মূলমন্ত্র হলো গণতন্ত্র, ভোটাধিকার ও অর্থনৈতিক মুক্তি। সে লক্ষে দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।
সিইউজে সভাপতি তপন চক্রবর্তী বলেন, ২৬ মার্চ বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন।
এ সময় সিইউজের সহ সভাপতি অনিন্দ্য টিটু, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, সিইউজে’র অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহরম হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ছরওয়াল কামাল, মাহবুব উর রহমান, মোহাম্মদ ফারুক, বিপুল বড়ুয়া, আলমগীর সবুজ, তুষার দেব, সুবল বড়ুয়াসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে সকালে প্রেস ক্লাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।