নারায়ণগঞ্জে ৫২ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

 নারায়ণগঞ্জ প্রতিনিধি |  মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩ |  ২:৪৩ অপরাহ্ণ
       

নারায়ণগঞ্জে ৫২ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ একটি আভিযানিক দল গত ২০ মার্চ দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বাসে যাত্রী বেশে মাদক বহনকালে ৫২ কেজি গাঁজা’সহ ৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলো ১। মোঃ বেলাল হোসেন (৫০), পিতা- মৃত আঃ ওয়াদুদ, সাং- পূর্ব কড়ইতলা, থানাঃ চন্দ্রগঞ্জ, জেলা- লক্ষীপুর ।২। মোঃ ইমাম হোসেন (১৬), পিতা- সুন্দর আলী, সাং- গোয়ালগাও, ৩। আব্দুল্লাহ আল মাসুদ (১৬), পিতা- মোঃ জামাল হোসেন, সাং- মথুরাপুর উত্তর পাড়া, ৪। মোঃ হাবিবুর রহমান (১৫), পিতা- মোঃ ইকবাল হোসেন, সাং- মথুরাপুর উত্তর পাড়া, সর্ব থানাঃ সদর দক্ষিণ, জেলা- কুমিল্লা।

গ্রেফতারকৃত মাদক কারবারিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত অভিনব কৌশলের মাধ্যমে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা বহন করে নারায়ণগঞ্জসহ এর আশ-পাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে।

গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।