বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্য পদে মনোনয়ন পাওয়ায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্যানেল মেয়র-১, ২৫নং রামপুর ওয়ার্ডের কাউন্সিলর এবং রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর লিটন।
রোববার (১৯) সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুক পেইজে ছবিসহ স্ট্যাটাস দিয়ে তিনি অভিনন্দন জানান। আবদুস সবুর লিটন লিখেন, ‘অভিনন্দন। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের নব নির্বাচিত সদস্য।’
এর আগে গতকাল রোববার (১৯ মার্চ) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দলের সংসদীয় বোর্ডের সদস্য পদে মনোনয়নের তথ্যটি জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তাঁর ওপর অর্পিত ক্ষমতাবলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্য পদে মনোনয়ন প্রদান করেছেন।
উল্লেখ্য, স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ইউনিয়ন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থী ঠিক করে।
স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য হওয়ায় প্যানেল মেয়র আবদুস সবুর লিটন বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আশা করছি, চট্টগ্রামে অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তাঁর সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।’