অবসরপ্রাপ্ত ১১ জন গুণী শিক্ষক পেলেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা সম্মাননা স্মারক

 বাদল রায় স্বাধীন |  শনিবার, মার্চ ১৮, ২০২৩ |  ২:০৬ অপরাহ্ণ
       

সন্দ্বীপের অবসরপ্রাপ্ত ১১ জন গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে বেশ আড়ম্বর পুর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার জুরিবোর্ড-২০২৩ কর্তৃক নির্বাচিত গুণী শিক্ষকদের উত্তরীয় পরিয়ে সন্মান প্রদান,ফুল দিয়ে বরণ এবং তাঁদের জীবন ও কর্ম নিয়ে ‘বাতিঘর-২ নামে ৮৮ পৃষ্ঠার একটি বিশেষ প্রকাশনারও উন্মোচন ঘটেছে উক্ত অনুষ্ঠানে।

১৭ মার্চ শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।গেস্ট অব অনার ছিলেন চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত।বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার সোহরাওয়ার্দী আরাফাত খান, ব্যারিস্টার-এট-ল, লিংকন্স ইন, লন্ডন, ইউকে।শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার বার্তা সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল।

সাউথ এশিয়ান কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মোঃ আমজাদ হোসাইনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফোরকান উদ্দিন আহমেদ, সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের প্রাক্তন সাধারন সম্পাদক মোঃ মোশাররফ হোসাইন ও এম এ কাশেম,সাবেক উপজেলা কৃষি কর্মকর্তা আলহাজ্ব আ.ফ.ম ফোরকান উদ্দিন খান, মাস্টার মোয়াজ্জেম হোসেন ফাউন্ডেশনের পরিচালক শওকত হোসেন শ্যামল, চুয়েটের সহকারী অধ্যাপক নুরুন নাহার, কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক সাইফুর রহমান লিংকন, বীর মুক্তিযোদ্ধা আবদুল হান্নান রানা, রহমতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল, মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ কে ফজলুল করিম, ডা. খাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আফসার উদ্দিন রাজু, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মোঃ ফখরুদ্দিন,যুক্তরাষ্ট্র প্রবাসী, হারামিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের ভূমিদাতা নুরুল ইসলাম বাহার, সন্দ্বীপ নাগরিক সমাজের সমন্বয়ক মোঃ মিজানুর রহমান বাবু, প্যাসিফিক জিন্সের নির্বাহী মামুনুর রশিদ লিটন, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক বাদল রায় স্বাধীন, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহ-সম্পাদক ইলিয়াছ সুমন, ছাত্র অধিকার গণপরিষদ চট্টগ্রামের প্রধান নাসরিন আক্তার প্রমুখ।

সংবর্ধিত ১১ জন প্রাক্তন গুণী শিক্ষক হলেন-টিএন্ডটি কলেজের অধ্যক্ষ মনির আহমদ, কাটগড় ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ বেলায়েত হোসাইন তালুকদার, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের প্রফেসর মুহাম্মদ শামসুল আলম, কাটগড় গোলাম নবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা এ.এইচ.এম. জসিম উদ্দিন, কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, পি.এইচ. আমিন একাডেমির প্রধান শিক্ষক অতুল কুমার রায়, কালাপানিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ শফিউল আজম, গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল হুদা, মধ্য সন্তোষপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম অহিদুন নবী, গোসাইলডাঙ্গা রামকৃষ্ণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন ও চরবাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুব উল্যাহ।

সভায় বক্তারা বলেন এমন আলোকিত শিক্ষাবিদদের খুঁজে বের করা,ওনাদের জীবন মরন সন্ধিক্ষনে এভাবে আমন্ত্রন জানিয়ে সংবর্ধিত করা, নিঃসন্দেহে ওনাদের অবসর জীবনের একটি চমৎকার সুখময় স্মৃতি।এজন্য আয়োজকদের এমন বিরল উদ্যোগকে আমরা সাধুবাদ ও কৃতজ্ঞতা জানাই।