বিশেষ অবস্থা তৈরি করতেই চাপে না থাকার কথা প্রচার প্রধানমন্ত্রীর: মির্জা ফখরুল

 ঢাকা ব্যুরো |  মঙ্গলবার, মার্চ ১৪, ২০২৩ |  ৬:২৩ অপরাহ্ণ
       

নির্বাচনের আগে বিশেষ অবস্থা তৈরি করতেই সরকারপ্রধান চাপে না থাকার কথা প্রচার করছেন বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এও মনে করেন, সম্মান, দায়িত্ববোধ, সুচিন্তা প্রধানমন্ত্রীর নেই।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, তার ওপর কোনো চাপই কাজ করবে না। এই দেশের প্রতি, মানুষের প্রতি তার যে কোনো দায়িত্ব নেই, তার যে কোনো সম্মান নেই, তার যে কার্যকর রাষ্ট্র করার চিন্তা নেই, তার এসব কথা থেকে বোঝা যায়।’
আজ মঙ্গলবার(১৪মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সোমবার গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এমন কোনো চাপ নেই, যেটা তাকে দিতে পারে। এটা মাথায় রাখতে হবে।’ এ প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘এই চাপগুলো পড়ছে কেন? কারণ হচ্ছে, গত দুটি নির্বাচন করেছে একতরফাভাবে, তাদের ক্ষমতায় রাখতে যত রকমের ভোট জালিয়াতি, যত রকমের ভোট কারচুপি, যত রকমের সন্ত্রাস, সেই সন্ত্রাসের মাধ্যমে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দিয়ে, ভোট শূন্য রেখে ফল ঘোষণা করে বেআইনিভাবে ক্ষমতায় গেছে।’

তিনি আরও বলেন, ‘এখন যখন আবার সামনে নির্বাচন আসছে, তারা দেখছেন যখন তাদের সঙ্গে নেই, যদি সত্যিকার অর্থেই সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবেন না, ক্ষমতায় যেতে পারবেন না। এই কারণেই তারা যা করছেন, আগে থেকেই একটা অবস্থা সৃষ্টি করছেন যে, আমাদের দেশের নির্বাচনের ব্যাপারে কেউ বাইরে থেকে হস্তক্ষেপ করবে না। কেউ কথা বলবে না। আমরা আমাদের মতো করে করছি। বিদেশিরা যারা যাচ্ছে এবং বলছে, আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। তখন তারা বলছে, না, সব ঠিক আছে তো। নির্বাচন কমিশন আছে। তারা সুষ্ঠু নির্বাচন করবে। তারা ফ্রি, মুক্ত, তারা যা খুশি তাই কররে। গতকাল যে ব্রিটিশ মন্ত্রী গেলেন, তার আগে আরও একজন গেলেন, তাদের একই কথা বললেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্যাহ ও সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন।