রাঙ্গুনিয়ায় সিএনজির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ব্যাংকার নিহত

 রাঙ্গুনিয়া প্রতিনিধি |  শনিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৩ |  ১:২৬ অপরাহ্ণ
       

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সিএনজি অটোরিকশার সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা ইকোপার্ক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যাংক কর্মকর্তার নাম কাজী জুনায়েদ হোসেন রিফাত (২৫)। তিনি উপজেলার লালানগর ইউনিয়নের আলমশাহপাড়া কাজী বাড়ি এলাকার মো. পুতুলের সন্তান। পরিবারে দুই ভাইয়ের মধ্যে বড় সন্তান ছিলেন রিফাত। গত দুই মাস ধরে ওয়ান ব্যাংক চন্দ্রঘোনা শাখায় কর্মরত ছিলেন তিনি।
কাপ্তাই বেড়াতে যাচ্ছিলেন রিফাত। যাওয়ার পথে কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা ইকোপার্ক এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিকশাটির। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে নগরীর পার্কভিউ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী বলেন, দুর্ঘটনার খবরে আমি নিজে ঘটনাস্থলে গিয়ছি। ট্রাকটি নিয়ে চালক পালিয়েছে। এটি শনাক্তের চেষ্টা চলছে। এই বিষয়ে সড়ক দুর্ঘটনা আইনে মামলা হবে।