ছুটির দিনে চট্টগ্রামে অমর একুশে বইমেলায় মানুষের উপচেপড়া ভিড়

 নিজস্ব প্রতিবেদক |  শুক্রবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৩ |  ১১:৫৫ অপরাহ্ণ
       

চট্টগ্রামে অমর একুশে বইমেলায় শুক্রবার ছুটির দিনে মেলায় পাঠক, লেখক, প্রকাশ ও দর্শনার্থীদের ভিড় বেড়েছে। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে মেলায় ভিড় বাড়তে থাকে। ঘোরাঘুরির পাশাপাশি পছন্দের বই কিনছেন অনেকে। প্রকাশক ও লেখকরা জানান, সময় যত যাচ্ছে পাঠকের ভিড়ও বাড়ছে।

মেলা শুরুর দিকে মানুষের ভিড় কম থাকলেও দিনে দিনে বাড়ছে। আর ছুটির দিনে মেলায় থাকে সবচেয়ে বেশি ভিড়। আজ মেলায় চট্টগ্রাম স্টেডিয়াম জিমনেসিয়ামের গেইটে লাইনে দাঁড়িয়ে মানুষদের ঢুকতে দেখা যায়।

মেলার ভেতরেও ভিড় ছিল। অনেকে এসেছেন ঘুরতে, আবার কেউ কেউ এসেছেন পছন্দের বই কিনতে। ঘুরতে এসেও পছন্দের বই কিনছেন অনেকে।

মেলায় পছন্দের বই কিনতে আসা এক পাঠক জানান, মেলায় এর আগেও এসেছি। ছুটির দিনে সময় নিয়ে বই কিনতে এসেছি। আমার পছন্দের কয়েকটি গল্প ও প্রবন্ধের বই কিনেছি।