সিরাগঞ্জের অপহৃত ছাত্রীকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার,অপহরণকারী গ্রেপ্তার

 নারায়ণগঞ্জ প্রতিনিধি |  বুধবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৩ |  ৫:১৭ অপরাহ্ণ
       

সিরাজগঞ্জ থেকে অপহৃত নবম শ্রেণির এক ছাত্রীকে নারায়ণগঞ্জ থেকে র‌্যাব উদ্ধার করেছে।এ সময় অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়,গত ২০ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের ৯ম শ্রেনীর এক ছাত্রীকে মোঃ সুজন আহমেদ (২২) এক যুবক  অপহরণ করে।এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার মামলা নং-০৩, তারিখ-০২/০১/২০২৩ খ্রিঃ নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত মামলা রুজু করে।

এরই প্রেক্ষিতে র‌্যাব ১১ ছায়া তদন্ত শুরু করে।গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল গত ১৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন চৌরাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অপহরণকারী চক্রের মূলহোতা এজাহারনামীয় ১নং আসামী মোঃ মোঃ সুজন আহমেদ (২২), পিতা- মৃত শাহ আলম, সাং- শ্রীরামপুর, থানা- রায়গঞ্জ, জেলা- সিরাজগঞ্জ’কে গ্রেফতার করে। এ সময় অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভিকটিম (১৪) ৯ম শ্রেনীর ছাত্রী। ভিকটিম স্কুলে আসা যাওয়া পথে গ্রেপ্তারকৃত আসামী বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ভিকটিমকে প্রেমের প্রস্তাব দেয়াসহ উত্যক্ত করে আসছিল। এরই প্রেক্ষিতে গত ২০ডিসেম্বর ০২২তারিখ সকালে ভিকটিম তার বাড়ি হতে স্কুলে যাবার পথে গ্রেপ্তার আসামী এবং অন্যান্য আসামীদের সহযোগীতায় ভিকটিমকে জোরপূর্বক সিএনজিতে করে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।  অপহরণকারী আসামী ভিকটিমকে অপহরণ করে কৌশলে আত্মগোপনে ছিল। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য গ্রেপ্তার আসামী এবং উদ্ধারকৃত ভিকটিমকে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।