২২তম রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার পর দলের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার(১২ফেব্রুয়ারি) সকালে গণভবনে দলীয় মনোনয়ন প্রদানের পর সম্ভাব্য রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এ সময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা জানানোর সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, চিফ হুইপ লিটন চৌধুরী, সভাপতিম-লীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ফারুক খান, দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া ও তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদসহ দলের জ্যেষ্ঠ নেতারাও সেখানে উপস্থিত ছিলেন।
এর পর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্ব আওয়ামী লীগের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর মনোনয়ন ফরম জমা দেন। দলের রাষ্ট্রপতি প্রার্থী সাহবুদ্দিন চুপ্পুও এই সময় উপস্থিত ছিলেন।