উপমহাদেশের প্রখ্যাত সাধক রহমানুয়ে শরীয়ত শাহ সুফি সৈয়দ মৌলানা আব্দুল আজিজ আল নক্সবন্দী (রহ:) এর ১৩১ তম বার্ষিক ওরশ শরীফ আগামীকাল ১১ ফেব্রুয়ারি (শনিবার) প্রতিবছরের ন্যায় মহাসমারোহে অনুষ্ঠিত হবে।
এই উপলক্ষে হযরত আব্দুল আজিজ আল নক্সাবন্দী (র:) সমাজ কল্যাণ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নে দরবার প্রাঙ্গণে হামদ-নাত, খতমে কোরআন,খতমে গাউসিয়া, মিলাদ-মাহফিল, তবররক বিতরণ সহ নানান কর্মসূচী গ্রহণ করা হয়েছে। উক্ত ওরশ শরীফে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান ওরশ পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী (মিটুন)।