সন্দ্বীপ মুছাপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় সমূহের মধ্যে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

 বাদল রায় স্বাধীন |  বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৩ |  ২:০৫ অপরাহ্ণ
       

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা বা ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হবে কিছুদিনের মধ্যে। উক্ত জাতীয় প্রতিযোগিতার অংশ হিসাবে সন্দ্বীপ মুছাপুর ইউনিয়নস্থ সরকারী প্রাথমিক বিদ্যলয় সমুহের মধ্যে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে অবদানের স্বীকৃতি স্বরুপ ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম কে সন্মাননা প্রদান করা হয়েছে।

৮ ফেব্রুয়ারী বুধবার জেবেন্নুর সুলতান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের নাদিম।বিশেষ অতিথি ছিলেন বেসরকারী উন্নয়ন সংস্থা এসডিআই এর সহকারী পরিচালক উন্নয়ন মোঃ আশরাফ হোসেন। সন্মানীত অতিথি ছিলেন সাংবাদিক বাদল রায় স্বাধীন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল ওয়াহাব।প্রতিযোগিতায় বিচারক ছিলেন মাষ্টার সফিকুল ইসলাম রানা,শিক্ষিকা নাওজোয়া সুলতানা মিষ্টি ও প্রনমীতা সাহা।

পুরস্কার বিতরণের প্রাক্কালে প্রধান অতিথি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম তার বক্তব্যে বলেন ছোট ছোট ছেলে মেয়েরা অনুকুল পরিবেশ পেলে তারা নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে। আজকে তাদের আবৃত্তি, গান ও নৃত্যের চমৎকার উপস্থাপন তাহাই প্রমান করেছে। তবে তাদের গান, কবিতা ও বক্তব্যের মাধ্যমে বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর জীবনাদর্শ তুলে ধরার জন্য শিক্ষকরা ভুমিকা নিতে হবে। এবং সেটার জন্য তিনি আগামী অনুষ্ঠানে যে বঙ্গবন্ধুকে ভালো ভাবে উপস্থাপন করতে পারবে তাদের একজনকে একটি বাই সাইকেল পুরস্কার সহ মোট তিনজনকে ভালো মানের পুরস্কার প্রদানের ঘোষনা প্রদান করেন।