এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। চলতি বছর ৯ হাজার ১৩৯ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা।
এর মধ্যে ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। আর ১ হাজার ৩৩০টি প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন। ২০২১ সালে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫টি।
এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ শিক্ষার্থী। আগের বছর ২০২১ সালে পেয়েছিলেন ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কম্পিউটারের বোতাম চেপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল প্রকাশ করেন।
এর আগে বেলা সোয়া ১১টার দিকে এই পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।পরে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানেরা ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
এরপর রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তথ্য জানান শিক্ষামন্ত্রী।
এদিকে বেলা সাড়ে ১১টা থেকে নিজ নিজ শিক্ষা বোর্ডেও ওয়েবসাইটে ফলাফল আপলোড করা হয়েছে। এ সময় থেকে যে কেউ রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইট ও মোবাইলে এসএমএস করে ফল দেখতে পারছেন।