কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ মো. সিরাজুল ইসলাম নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক মো. সিরাজুল ইসলাম কক্সবাজার জেলার টেকনাফ থানার বড়ইতলী গ্রামের মোহাম্মদ শাহের ছেলে।
মঙ্গলবার(১৭ জানুয়ারি) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের একটি দল সোমবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে সংঘবদ্ধ মাদক ও মানব পাচারকারীচক্রের সক্রিয় সদস্য মো. সিরাজুল ইসলামের বাড়িতে স্থানীয় জন প্রতিনিধিদের উপস্থিতিতে অভিযান চালায়। এসময় সিরাজুলের বাড়ির পেছনে লাকড়ির স্তুপের ভেতর থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
আটককৃত সিরাজুল ইসলামের বরাত দিয়ে বিজিবি জানায়, তিনি ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট নাফ নদীর পাড় থেকে মো. আল-আমিনের কাছ থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি করে দেয়। তার কাছ থেকে বিক্রির নগদ পাঁচ হাজার টাকাসহ দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
আটককৃত আসামির বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।
আটককৃত সিরাজুল ইসলামকে এরআগেও ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ অবৈধভাবে মাদক বহন ও মানব পাচারের দায়ে আটক করা হয়। তাকে একটি নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। ওই মামলায় তিনি গত বছরের ২৮ ডিসেম্বর জামিনে মুক্ত হন। পরে আবারও তিনি ইয়াবা পাচারের সঙ্গে জড়িয়ে পড়েন।