সন্দ্বীপে টাউন বাজারের শেড নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র সেলিম

 বাদল রায় স্বাধীন |  রবিবার, জানুয়ারি ১৫, ২০২৩ |  ১১:১২ অপরাহ্ণ
       

সন্দ্বীপ টাউন বাজার এক সময়ে সন্দ্বীপে খুব সমৃদ্ধ বাজার হিসাবে পরিগণিত হতো। কিন্তু ২ বার নদী ভাঙ্গনের ফলে এই বাজারটি বর্তমানে পৌরসভা ৩ নং ওয়ার্ডের ১০ শয্যা হসপিটাল সংলগ্ন স্থানে পুনঃপ্রতিষ্ঠিত হয়।উক্ত বাজারটির অবকাঠামোও বার বার বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্থ হয়ে একেবারে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর হয়ে পড়েছে। মাছ ও সব্জী বিক্রেতারা বর্ষাকাল আসলে হিমশিম খেতে হয় এ কর্দমাক্ত বাজারে। বাজার করতে আসা গ্রাহকরাও বিভিন্ন প্রকার কাঁদা মাটি, বৃষ্টিতে ভিজে ও রোদে পুড়ে বাজার করতে হয় বলে ক্রেতার সংখ্যা কমে যাচ্ছে দিন দিন। তাই দুরবর্তী বিভিন্ন বাজারের উপর নির্ভর করতে শুরু করেছে তারা। এই দুরবস্থা প্রত্যক্ষ করে মেয়র মোক্তাদের মাওলা সেলিম পৌরসভার নিজস্ব তহবিল থেকে ৬ লক্ষ টাকা বরাদ্ধ দিয়েছেন বাজার শেড পুনঃ নির্মানের। আর সেই নির্মান কাজের আজ আনুষ্ঠানিক উদ্বোধন করলেন তিনি।

রবিবার(১৫ জানুয়ারী) সকালে এই বাজার শেড নির্মান কাজের উদ্বোধন কালে স্থানীয় কাউন্সিলর মহব্বত বাঙ্গালী, বাজারের ইজারাদার সাইফুল ইসলাম, পৌর ইন্জিনিয়ার মোর্শেদ,কাউন্সিলর মোঃ দিদার, মোক্তাদের মাওলা ফয়সাল ও পুরাতন সন্দ্বীপ টাউন বাজারের স্থায়ী বাসিন্ধা কাইছার চৌধুরী সহ এলাকার অনেক গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

এ সময় মেয়র সেলিম বলেন এই বাজার শেড নির্মানের পর বাজারের বাউন্ডারী ওয়াল ও একটি আধুনিক টয়লেট স্থাপন করা হবে। এছাড়াও ব্যবসায়ী ও ক্রেতাদের সুবিধার্থে বাজার মাঠ ও পর্যায়ক্রমে পাকা করন করা হবে। অন্যদিকে সন্দ্বীপ পৌরসভায় কয়েকটি উন্নত মানের বহুতল ভবন বিশিষ্ট কিচেন মার্কেট তৈরি করার পরিকল্পনা রয়েছে। তবে সে বরাদ্ধগুলো মাননীয় সাংসদ মাহফুজুর রহমান মিতার একান্ত প্রচেষ্টায় সম্ভব হচ্ছে। পৌরসভার উন্নয়নে ওনার আন্তরিক সহযোগিতার জন্য আমরা পৌরসভা কর্তৃপক্ষ সহ পৌরবাসীরা ওনার প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরের যে অব্যাহত প্রচেষ্টা চালিয়ে উন্নয়ন সাধন করে যাচ্ছেন তার জন্য আমরা বার বার ওনাকে ক্ষমতায় বসাতে হবে এটাই হউক আমাদের সকলের অঙ্গীকার।