জামিন পেলেন ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদকারী মোস্তাকিম

 নিজস্ব প্রতিবেদক |  রবিবার, জানুয়ারি ১৫, ২০২৩ |  ৩:১১ অপরাহ্ণ
       

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ফি বাড়ানোর প্রতিবাদে জানিয়ে গ্রেফতার হওয়া বৃদ্ধা মায়ের একমাত্র সন্তান মো. মোস্তাকিমের জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহ আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। জামিন শুনানি সময় আদালতে মোস্তাকিমকে হাজির করা হয়নি।

জামিনের বিষয়টি নিশ্চিত করে মোস্তাকিমের আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, মানবিক আন্দোলন থেকে গ্রেফতার মোস্তাকিমের জামিন আবেদন করা হয়েছিল। আদালত জামিন শুনানি অভিযোগপত্র দেওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারি পুলিশের ওপর হামলার অভিযোগ এনে মো. মোস্তাকিমের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলাটি করেছিলেন পাঁচলাইশ থানায় উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান। গত ১০ জানুয়ারি দুপুরে সড়ক অবরোধ করে আন্দোলন করার সময় মোস্তাকিমকে গ্রেফতার করা হয়েছিল। ডায়ালাইসিস ফি কমানোর দাবিতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে বিক্ষোভ করে আসছেন রোগী ও স্বজনরা।

তাদের অভিযোগ, স্যানডোর ভর্তুকিতে ৫১০ টাকায় যে সেবা দিত, তা এখন বেড়ে ৫৩৫ টাকা হয়েছে। ভর্তুকি ছাড়া ২ হাজার ৭৮৫ টাকায় যে ডায়ালাইসিস সেশন চালানো হতো, তা করা হয়েছে ২ হাজার ৯৩৫ টাকা। আগে যারা মাসে ৮টি সেশন ভর্তুকি মূল্যে ডায়ালাইসিস করাতে পারতেন, তাদের এখন থেকে ৪টি সেশন পুরো ফি দিয়ে করতে হবে।