হালিশহরে স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক স্বামী পলাতক

 নিজস্ব প্রতিবেদক |  শনিবার, জানুয়ারি ১৪, ২০২৩ |  ১০:০৬ অপরাহ্ণ
       

চট্টগ্রাম নগরীর হালিশহরে রাবেয়া আক্তার নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত মো. জামিন।
আজ শনিবার সন্ধ্যায় হালিশহরের শিশু পল্লীর কেন্দ্রীয় জামে মসজিদের এক নম্বর লেন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাবেয়া আক্তার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মানিক মিয়ার মেয়ে। জামিনের বাড়ি কিশোরগঞ্জের করগাঁও গ্রামে।
যে বাসায় খুনের ঘটনা ঘটেছে সেই বাসার কেয়ারটেকার হিসেবে কাজ করেন রাবেয়ার বাবা মানিক মিয়া। সেখানে একটি কক্ষে মেয়ে ও মেয়ের জামাইকে থাকতে দেন তিনি।
এ বিষয়ে মানিক মিয়া বলেন, সন্ধ্যার দিকে জামাইয়ের জন্য দোকান থেকে নাস্তা আনতে যাই। ১০ মিনিট পর ঘরের বাইরে এসে বাবা বাবা বলে চিৎকার করে মাটিতে পড়ে যায় মেয়ে। তখন দৌঁড়ে গিয়ে দেখি তার গলাকাটা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
হালিশহর থানার ডিউটি অফিসার এসআই ফয়সাল বলেন, ঘটনাস্থলে ওসির নেতৃত্বে পুলিশের একটি টিম কাজ করছে।