১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে ১২ জানুয়ারী বৃহস্পতিবার রামগড় তথ্য অফিসের আয়োজনে রামগড় উপজেলার সোনাইআগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করা হয়।
রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব কুমার কর, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু ইউসুফ, স্কুলের প্রধান শিক্ষক ম্রাগ্য মগ, সহকারী শিক্ষকবৃন্দ,বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতিসহ স্থানীয় ব্যক্তিবর্গ। প্রথম থেকে অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীদের দুটি বিভাগে ভাগ করে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরবর্তীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন বিষয়ে আলোচনাসভা এবং চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে কারাগারের রোজনামচা, অসমাপ্ত আত্মজীবনীসহ বঙ্গবন্ধুর জীবনভিত্তিক বই ও সনদ বিতরন করা হয়। পরবর্তীতে ছাত্র-ছাত্রীদের কে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন বিষয়ক প্রামাণ্যচিত্র “স্বাধীন বাংলায় ফিরে এলেন বঙ্গবন্ধু” প্রদর্শন করা হয়।
এছাড়াও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে মাটিরাঙ্গা, মানিকছড়ি, গুইমার,লক্ষ্মীছড়ি উপজেলায় চলচ্চিত্র প্রদর্শন এবং পোস্টার বিতরণ করা হয়।