বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরীর ওমরা পালনে মহানগর মুক্তিযোদ্ধা সংসদের দোয়া মাহফিল

 নিজস্ব প্রতিবেদক |  বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ |  ৭:৫৪ অপরাহ্ণ
       

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ সস্ত্রীক ওমরা হজ্জ্ব পালনের উদ্দেশ্যে আগামী ১৫ জানুয়ারি রোববার পবিত্র মক্কা নগরীতে গমন উপলক্ষে আজ ১১ জানুয়ারি বুধবার বাদে আছর সংসদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

দারুল ফজল মার্কেটের মুক্তিযোদ্ধা ভবনস্থ সংসদের কার্যালয়ে আয়োজিত মাহফিলে মুনাজাত পরিচালনা করেন দারুল ফজল মার্কেট মসজিদের পেশ ইমাম মাওলানা ফজল আহমদ।

দোয়া ও মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদের চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, পাহাড়তলী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী জাফর আহমদ, হালিশহর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সদরঘাট ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হাফেজ, ইপিজেড ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফারুক, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর শামসুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা প্রণাল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমদ, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম দুলু, বীর মুক্তিযোদ্ধা জালাল মুন্সী, বীর মুক্তিযোদ্ধ মোঃ এয়াকুব, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিছ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর শাখার সভাপতি সাহেদ মুরাদ সাকু ও আবদুর রাজ্জাক প্রমূখ।