রামগড়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

 শ্যামল রুদ্র, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি |  বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ |  ৬:০১ অপরাহ্ণ
       

খাগড়াছড়ির রামগড়ে ১০ কেজি গাঁজাসহ জাকির হোসেন (৫০) নামে এক মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে বারোটায় সোনাইপুল চেকপোস্ট এলাকায়  ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জাকির হোসেন খাগড়াছড়ির সদর এলাকার বাসিন্দা সওদাগর মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীতে সরবরাহ করে আসছিল বলে পুলিশ জানিয়েছে। রামগড় থানার ওসি (তদন্ত) রাজিব চন্দ্র কর জানান, এক মাদকব্যবসায়ী গাঁজাসহ চেয়ারকোর্সে (বাস) ঢাকা যাচ্ছেন,এমন সংবাদের ভিত্তিতে গাড়ি তল্লাশি করলে ১০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে রামগড় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।