কুসুম কুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা

 নিজস্ব প্রতিবেদক |  মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০২২ |  ২:২০ অপরাহ্ণ
       

চট্টগ্রাম মহানগরীর ঐতিহ্যবাহী কুসুম কুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির প্রথম সভা স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এসময় ২য় বারের মতো বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও স্লোগাননিউজডটকম-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি এ.টি.এম শহীদুল্লাহ্ শহীদ এবং সম্মানিত অন্যান্য সদস্যবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়।

এসময় স্কুলের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ.টি.এম শহীদুল্লাহ্ শহীদ বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা জননত্রেী শেখ হাসিনার সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে রঙিন বই তুলে দিয়ে বিশ্বব্যাপি আলোড়ন সৃষ্টি করেছে। এছাড়া সরকারের উপবৃত্তি কার্যক্রম, অনগ্রসর এলাকায় স্কুল ফিডিং চালু, সততা স্টোরের মতো নতুন কার্যক্রম ব্যাপকভাবে প্রশংশিত।

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, শুধু প্রাতিষ্ঠানিক ফলাফল ভাল হলে চলবেনা, শিক্ষার্থীদের জ্ঞান বিজ্ঞান ও মানবিক মূল্যবোধের শিক্ষা দিয়ে তাদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।