এনায়েত বাজার মহিলা কলেজ সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি

 নিজস্ব প্রতিবেদক |  সোমবার, ডিসেম্বর ১২, ২০২২ |  ১:৫২ অপরাহ্ণ
       

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় এনায়েত বাজারস্থ মহিলা কলেজ  অনুষ্ঠিত হল বর্ণাঢ্য র‌্যালি।

আগামী ১৩ ও ১৪ জানুয়ারি ২০২৩ সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানকে সামনে রেখে রং বেরঙ্গের ব্যানার, পেস্টুন এর সমন্বয়ে আয়োজিত এ র‌্যালি কলেজ থেকে যাত্রা শুরু করে জামাল খান প্রেসক্লাব হয়ে আবার কলেজ এসে সমাপ্ত হয়।

অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া তাঁর বক্তব্যে প্রাক্তন বর্তমান ছাত্রীদের তথা সংশ্লিষ্ঠ সকলকে সম্পৃক্ত থেকে অনুষ্ঠানকে সফর করার উদাত্ত আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন মমতাজ বেগম, নাছিমা আক্তার রিনা, জাহিদা সুলতানা, কায়রুন নুর, লায়লা ইব্রাহিম বানু, তন্ত্রা বিশ্বাস, লুবনা বিনতে আহমেদ, ফেরদৌস আরা, লুৎফুন্নাহার মুন্নি প্রমুখ।

ইমা