চট্টগ্রাম প্রেস ক্লাব নির্বাচনী কমিটিকে নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রদান

 নিজস্ব প্রতিবেদক |  রবিবার, ডিসেম্বর ১১, ২০২২ |  ৪:৪৯ অপরাহ্ণ
       

চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ব্যবস্থাপনা কমিটি নির্বাচন পরিচালনা কমিটির কাছে দায়িত্ব প্রদান করেছে। ১১ ডিসেম্বর (রোববার) সকালে ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে এ দায়িত্ব প্রদান করা হয়।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস ও সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদের নেতৃত্বে ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ নির্বাচন পরিচালনা কমিটির কমিশনার কবি ওমর কায়সারের নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন।

এসময় ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস ক্লাবের অনুষ্ঠেয় নির্বাচন যথাযথ নিয়মে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

দায়িত্ব প্রদান অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ নিযাম উদ্দিন, জাকির হোসেন লুলু, জালাল উদ্দিন আহমদ চৌধুরী, শেখর ত্রিপাঠী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহ উদ্দিন মো. রেজা, সহ-সভাপতি স ম ইব্রাহীম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, কার্যকরী সদস্য মোয়াজ্জেমুল হক, দেবদুলাল ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী ৩১ ডিসেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।