পটিয়ায় প্রকৌশলী স্বপন কান্তি বড়ুয়ার স্মরণসভা অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিবেদক |  রবিবার, ডিসেম্বর ১১, ২০২২ |  ১১:০১ অপরাহ্ণ
       

বরেণ্য রাজনীতিবিদ ও বঙ্গবন্ধুর আদর্শিক সৈনিক প্রকৌশলী স্বপন কান্তি বড়ুয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পটিয়া পৌরসভা শাপলা কুঁড়ির আসর কার্যালয়ে, শাপলা কুঁড়ির আসর পটিয়া পৌরসভার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান এর সভাপতিত্বে, স্মরণ সভা রবিবার (১১ই ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ পটিয়া উপজেলার সভাপতি বিশিষ্ট কলামিস্ট, প্রাবন্ধিক ও শিল্পশৈলী সম্পাদক নেছার আহমেদ, বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, শাপলা কুঁড়ির আসর চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম রওশনগীর আমিরী, পটিয়া পৌরসভার সাবেক সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দক্ষিণ জেলা শাপলা কুঁড়ির আসরের পাঠাগার সম্পাদক মনজুর আলম,শিমুল ধর,আবুল বশর,আবু সাঈদ তালুকদার খোকন, আকতার হোসেন বাবলু,জহিরুল ইসলাম,কাইয়ুম উদ্দিন, আবরার আহমেদ লিটন,মাসুদ হাসান সহ নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্য নেছার আহমেদ বলেন, পটিয়ার তেকোটা গ্রামের কৃতি সন্তান প্রকৌশলী স্বপন কান্তি বড়ুয়া রাজনীতি এবং সমাজসেবায় নিবেদিত ব্যক্তি ছিলেন। তিনি পটিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত উপদেষ্টা ও পটিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন অত্যন্ত সুনামের সাথে। আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং বিদেহী আত্মার সদগতি কামনা করছি।