মানবাধিকার দিবসে আসক এর র‌্যালি ও মানববন্ধন

 নিজস্ব প্রতিবেদক |  শনিবার, ডিসেম্বর ১০, ২০২২ |  ৪:৫০ অপরাহ্ণ
       

মানুষের অধিকার প্রতিষ্ঠা পেলে মানবাধিকার আপনা-আপনিই প্রতিষ্ঠা পাবে। পৃথিবীর অনেক দেশের মতো বাংলাদেশেও মানবাধিকার ভূলুণ্ঠিত হচ্ছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত জাতীয় মানবাধিকার কমিশনও গণমানুষের অধিকার নিয়ে কাজ করতে ব্যর্থ হয়েছে। সরকার দূর্নীতির অভিযান আরো দ্রুতকার্য্যকর করে নিরীহ জনগনের অধিকার ফিরে দিতে জোর দাবি জানান আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

শনিবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা-আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা মানববন্ধন র‌্যালি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোঃ শাহাবউদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতার প্রথম ঘোষক এম এ হান্নানের সুযোগ্য পুত্র, বিশিষ্ট মানবাধিকার কর্মী সৈয়দ মাহফুজ হান্নান। উক্ত সভায় বক্তব্য রাখেন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি নুরুল বশর, ইঞ্জিনিয়ার রেজাউল করিম, চট্টগ্রাম জেলা সভাপতি ডা. বেলাল মৃধা, চট্টগ্রাম মহানগর সভাপতি ইয়ার মোহাম্মদ খোকন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মোল্লা, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জামাল চৌধুরী, চট্টগ্রাম বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নিরব, ইসমাইল ইমন, সাংগঠনিক সম্পাদক মিথিলা চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া, বিশিষ্ট আইনজীবী এড. আবু হানিফ, গোলাম কিবরিয়া, অধ্যাপক শামসুল করিব শামীম, বিশিষ্ট মানবাধিকার কর্মী রফিকুল ইসলাম রফিক, প্রবাসী বাংলাদেশী কমিউনিটি নেতা সিরাজুল হক, তাহেরা শারমীন, মানিক প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দ মাহফুজ হান্নান বলেন, সাধারণ মানুষকেই গণতন্ত্র সমুন্নত রাখার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, সকল নাগরিক অধিকার আদায়ের জন্য আজও সংগ্রাম করছে। এক সময় সাড়ে চৌদ্দশত বছর পূর্বে মানুষ জাহেলী যুগের ধারায় চরম নির্যাতনের শিকার হয়েছিল। সেই ধারাবাহিকতায় নির্যাতনে ধরন পাল্টে এখন ঐ জাহেলী যুগ কে হার মানাচ্ছে। তাই সকল মানুষ কে তারঁ অধিকার সম্পর্কে সচেতন হতে হবে।বর্তমানে গুনে ধরা সমাজব্যবস্থাকে পরিবর্তনের জন্য সকল ভোক্তাদের ঐক্যবদ্ধ থাকতেহবে।আর অধিকার আদায় বাস্তবায়নে সরকারের সু-দৃষ্টি কামনা করেন। বর্তমান সরকার দুর্নীতির অভিযান আরো দ্রুতকার্য্কর করে নিরীহ জনগনের অধিকার ফিরে দিতে জোর দাবি জানান।

ইমা