সীতাকুণ্ডের ক্ষুদে বিজ্ঞানী মুন্না

গ্যালাক্সি বাইক, ধান কাটার মেশিন, যুদ্ধ বিমানের ইঞ্জিন তৈরীর পর এবার রোবট আবিষ্কার করেছে

 কামরুল ইসলাম দুলু |  শনিবার, ডিসেম্বর ১০, ২০২২ |  ৩:১৪ অপরাহ্ণ
       

জ্বালানি সাশ্রয়ী গ্যালাক্সি বাইক আবিষ্কার করে ২০১৫ সালে সারাদেশে আলোচনার ঝড় তুলেছিল চট্টগ্রামের সীতাকুণ্ডের ক্ষুদে বিজ্ঞানী মুন্না। এরপর থেকে আর থেমে নেই মুন্না। একেরপর এক নিত্য নতুন আবিস্কার করে বেশ সারা ফেলে দেয়। গ্যালাক্সি বাইক আবিষ্কারের পর তৈরী করে কৃষকের ধান কাটার মেশিন। অল্প খরচে ধান কাটা মেশিনটি দেশের কৃষিতে বয়ে আনে নতুন বিপ্লব।

এরপর যুদ্ধ বিমানের ইঞ্জিন (টারবো জেট ইঞ্জিন) তৈরি করে সেই খুদে বিজ্ঞানী ও বিস্ময় বালক মনোয়ারুল ইসলাম মুন্না। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাহিনীর একটি অনুষ্ঠানে বলেছেন, বাংলাদেশ খুব শিগগিরই যুদ্ধবিমান তৈরি করবে’। সেই থেকে সাহস পেলাম। পরিবারের সদস্যদের উৎসাহে ৪ মাস অক্লান্ত পরিশ্রমের পর তখন এ ইঞ্জিন আবিস্কার করতে সক্ষম হই’- বলেন মুন্না। ইঞ্জিনটি ১৮-২০ বার পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। টারবো জেট ইঞ্জিনটি তৈরি করতে নিজের প্রায় দেড় লাখ টাকা খরচ হয় বলেও জানান মুন্না।

ইঞ্জিন সম্পর্কে মুন্না বলেন, যুদ্ধবিমান ছাড়াও কিছু কিছু উচ্চ ক্ষমতা সম্পন্ন যাত্রীবাহী হেলিকপ্টারেও এ ইঞ্জিন ব্যবহার করা যাবে। এবার মুন্নার নতুন আবিস্কার রোবট। সে জানায়, তার তৈরী রোবটের নাম প্রিন্স। রোবটটি শিশুদেরকে বিনোদন দিতে পারবে, ফিডার খাওয়াতে পারবে। মিল কারখানায় নির্দিষ্ট কিছু কাজে ব্যবহার করতে পারবে, রেষ্টুরেন্ট শেফ হিসাবে কাজ করতে পারবে, BMW এর মত বড় কোম্পানিগুলো গাড়ি তৈরিতে এই ধরনের রোবট ব্যবহার করা যাবে, প্রযুক্তিগত উন্নায়ন এর মাধ্যমে মেডিকেলে সুক্ষ অপারেশনের জন্য ব্যবহার করা যাবে এছাড়া উন্নত প্রযুক্তি ব্যবহারে ইসরাইলের মত মিসাইল প্রতিরোধ আয়রন ডোম এর মত রোবট তৈরি সম্ভব।

২০১০ সালে নবম শ্রেণিতে পড়ার সময় গুদামে পানি উঠলে মালিককে স্বয়ংক্রিয়ভাবে মোবাইল কলে জানানোর যন্ত্র আবিষ্কার করে বিস্ময় বালকের পরিচিতি পান মুন্না। মুন্না চট্টগ্রামের সীতাকুণ্ডের পেশকারপাড়ার তাজুল ইসলামের ছেলে।

ইমা