রুখবো দুর্নীতি গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) বোয়ালখালী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত
কর্মসূচীর মধ্যে ছিলো আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, র্যালী ও আলোচনা সভা। জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়ানোর মধ্য দিয়ে দিবসের সুচনা করা হয়।
পরে আলোচনাসসভা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ মামুন
মূখ্য আলোচক ছিলেন, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ সমীর কান্তি দাশ,বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি), আলা উদ্দিন, চট্টগ্রাম দূর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক ইমরান খান অপু।
বোয়ালখালী দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আফাজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন,প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ সেতু বিভূষণ দাশ,সাব রেজিস্টার আনছার আলী, নির্বাচন কর্মকর্তা নুরুল ইসলাম, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাংবাদিক সেকান্দর আলম বাবর, শিক্ষার্থী আবদুর রহমান, খাইরুন্নেসা রুপালী প্রমূখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।
ইমা