
এক ম্যাচ হাতে থাকতেই বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ জয় করে নেওয়ায় টাইগারদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এক অভিনন্দন বার্তায়, রাষ্ট্রপ্রধান ভারতকে হারানোর জন্য দলের খেলোয়াড় ছাড়াও কোচ, দলের কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ (বিসিবি) সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।
এর আগে বুধবার মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৫ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।
রাষ্ট্রপতি হামিদ আশা প্রকাশ করেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে।’ খবর বাসস।
ইমা