আকবরশাহে পিকআপের ধাক্কায় বাইক চালকের মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক |  বুধবার, ডিসেম্বর ৭, ২০২২ |  ৯:০৮ অপরাহ্ণ
       

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকায় পিকআপের ধাক্কায় এলভেন ডায়েজ (৩৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা ৭টায় উত্তর কাট্টলী মুন্সী বাড়ির সামনে ঘটনাটি ঘটে।

নিহত এলভেন পাহাতলী এলাকার খ্রিষ্টান বাড়ির পাঠান পাড়া এলাকার ল্যাথলী ডায়েজের ছেলে। তিনি সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুরের এম ইউ ফ্যাশন লিমিটেড নামে এক প্রতিষ্ঠানে সিকিউরিটি সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, অফিসে যাওয়ার পথে একটি পিকআপ পিছন থেকে ধাক্কা দিলে এলভেন রাস্তায় ছিটকে পিকআপের চাকায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি নিশ্চিত করে আকবরশাহ থানার এস আই সুজন কুমার আচার্য জানান, এলভেন ডায়েজ ঘটনাস্থলেই মারা যান। তিনি এম. ইউ ফ্যাশন লিমিটেডের সিকিউরিটি সুপারভাইজার ছিলেন। লাশ উদ্ধার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে পিকআপসহ চালক পালিয়ে যায়।