বিএনপির জাতীয় ঐক্যের রূপরেখা ঘোষণা করবে কাল

 ঢাকা ব্যুরো  |  বুধবার, ডিসেম্বর ৭, ২০২২ |  ৪:১০ অপরাহ্ণ
       

সরকার পতন আন্দোলনের এক দফা চূড়ান্ত রূপ দিতে সমমনা রাজনৈতিক দলগুলো নিয়ে জাতীয় ঐক্যের রূপরেখা ঘোষণা করবে বিএনপি। আগামীকাল বৃহস্পতিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির শরীক ও গনতন্ত্র মঞ্চের নেতাদের আমন্ত্রন জানানো হয়েছে। এর আগে আজ-কালের মধ্যেই সব রাজনৈতিক দলগুলো নিয়ে লিয়াজোঁ কমিটির গঠন করবে বলে জানিয়েছে দলটির নেতারা।

সূত্র জানিয়েছে, রূপরেখা ঘোষণার জন্য ৭ দলীয় জোট গণতন্ত্র মঞ্চের শরিক দলগুলোকে, ২০ দলীয় জোটের শরিক দল এবং সমমনা অন্যান্য দলগুলোকে গুলশান কার্যালয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের উপস্থিতিতে এ রূপরেখা ঘোষণা করা হবে।

এদিকে আজ বুধবার(৭ডিসেম্বর) দুপুরে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির এক সংলাপ অনুষ্ঠিত হয়। এতে যুগপৎ আন্দোলনের জন্য লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত, বিএনপির দেয়া জাতীয় ঐক্যের ২৭ দফা রূপরেখা ও সরকার পতন আন্দোলনের ১০ দফা দাবি নিয়ে আলোচনা হয়।

এসময় গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সরকারবিরোধী যুগপৎ আন্দোলন, সরকারও শাসনব্যবস্থা বদলের ১৪ দফা দাবি প্রস্তাবনা তুলে ধরা হয়। গণতন্ত্র মঞ্চের এই চৌদ্দ দফার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলও একমত পোষণ করেন।

সংলাপে বিএনপির প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, শামসুজ্জামান দুদু, বিএনপি’র মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন। অন্যদিকে গণতন্ত্র মঞ্চের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পাটির কমরেড সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।শিবু

শিবু/ইমা