সন্দ্বীপের এমপি মিতার ছবিতে ক্রস চিহ্ন দিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় মিছিল,পৌর আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ

 বাদল রায় স্বাধীন |  বুধবার, ডিসেম্বর ৭, ২০২২ |  ৩:২০ অপরাহ্ণ
       

৪ ডিসেম্বর ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মহাসমাবেশে কতিপয় বিপদগামী, নামধারী ও জনবিচ্ছিন্ন ব্যক্তিদের নেতৃত্বে সন্দ্বীপের জনপ্রিয় সাংসদ মাহফুজুর রহমান মিতার ছবি নিয়ে মানহানিকর ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভুত কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে সন্দ্বীপ পৌরসভা আওয়ামীলিগ ও অঙ্গ সহযোগী সংগঠন সমুহ।

বুধবার(৭ ডিসেম্বর) সকালে পৌরসভার ৯ টি ওয়ার্ড থেকে দলে দলে শ্লোগান নিয়ে উপজেলা কমপ্লেক্সে এসে জড়ো হয় সবাই। এরপর বিশাল মিছিল নিয়ে সন্দ্বীপ উপজেলা সদরের মুল সড়কে সবাই বিক্ষোভে ফেটে পড়ে। সবার মুখে শ্লোগান ছিলো জামাত বিএনপির এজেন্টদের অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াও। এমপি মিতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে।এমপি মিতার নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ ও আগামী নির্বাচনে শেখ হাসিনা সহ এমপি মিতার বিজয় সু-নিশ্চিত করার কমিটমেন্ট।

মিছিল শেষে উপজেলা গেইটে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন, মেয়র মোক্তাদের মাওলা সেলিম, অধ্যক্ষ জামিল ফরহাদ,মগধরা ইউপি চেয়ারম্যান এসএম আনোয়ার হোসেন,প্যানেল মেয়র সফিকুল মাওলা, মোঃ তাহের, আওয়ামীলিগ নেতা সিরাজুল ইসলাম চৌধুরী। সভা সঞ্চালনা করেন পৌরসভা ছাত্রলীগের সভাপতি মোঃ ফয়সাল উদ্দিন।

সভায় বক্তারা বলেন পলোগ্রাউন্ডের জনসভায় রাজনৈতিক শিষ্টাচার বহির্ভুত ভাবে যারা এমপি মিতার ছবিতে ক্রস চিহৃ দিয়ে মিছিল করেছে প্রকারান্তরে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপমান করেছে। তারা আওয়ামীলিগার হতে পারেনা। তারা জনবিচ্ছিন্ন হয়ে অনেকটা বিকৃত মস্তিস্কের হয়ে গেছে, এবং তাদের রাজনৈতিক ইতিহাস প্রশ্ন বিদ্ধ। তারা মাহফুজুর রহমান মিতার বিরুদ্ধাচারন করা মানে উন্নয়নের বিরুদ্ধে অবস্থান নেওয়া। অবিলম্বে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এবং আর কোন অপরাধ করলে তাদের প্রতিহত করা হবে। এ সমাবেশ হচ্ছে তাদের বিরুদ্ধে হুশিয়ারী প্রদান।

ইমা