প্রধানমন্ত্রীর নির্দেশে সিআরবিতে হাসপাতাল নির্মাণ হচ্ছে না: রেলমন্ত্রী

 নিজস্ব প্রতিবেদক |  রবিবার, ডিসেম্বর ৪, ২০২২ |  ৪:৪৭ অপরাহ্ণ
       

চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জনসভায় রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন ঘোষণা দিয়েছেন সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণ করা হবে না।

রোববার(৪ডিসেম্বর) দুপুর আড়াইটায় পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় রেলপথ মন্ত্রী এ ঘোষণা দেন।

রেলমন্ত্রী বলেছেন, চট্টগ্রামের সকল পর্যায়ের নেতা ও মানুষ যেহেতু চায় না, তাই প্রধানমন্ত্রী সিআরবিতে হাসপাতাল না করতে নির্দেশ দিয়েছেন। রেলের অন্য জায়গায় হাসপাতালটি নির্মিত হবে।

মন্ত্রী নূরুল ইসলাম সুজন আরো বলেন, আমরা এমন কোনো প্রকল্প চাই না, যেটি জনগণের বিপক্ষে যায়। প্রথম দিকে সিআরবিতে বিশেষ হাসপাতাল নির্মাণ করার সিদ্ধান্ত নিলেও সম্প্রতি প্রধানমন্ত্রী সিআরবিতে হাসপাতাল না করতে বলেছেন। সুতরাং সিআরবিতে হাসপাতাল হবে না। চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন প্রকল্পের কাজও প্রায় শেষ পর্যায়ে। আমরা আশা করছি আগামী বছরের জুনে কক্সবাজারে ট্রেন চালানো যাবে।

ইমা