ইনার হুইল ক্লাব অফ লুসাই হিলস এর শীতবস্ত্র বিতরণ

 নিজস্ব প্রতিবেদক |  শনিবার, ডিসেম্বর ৩, ২০২২ |  ৬:০৩ অপরাহ্ণ
       

ইনার হুইল ক্লাব অফ লুসাই হিলস এর উদ্যোগে গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

গত ১০ জানুয়ারি বৃহস্পতিবার গরিবুল­াহ শাহ হাউজিং এলাকায় এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কম্বল ও হুইল চেয়ার গরিব ও দুস্থদের মাঝে তুলে দেন ক্লাবের প্রেসিডেন্ট রোকেয়া বারী, চার্টার প্রেসিডেন্ট বোরহানা কবির, সেক্রেটারী মানসী দাশ তালুকদার, মুনীর হুসনা, সাকেরা সাদেক, মমতাজুন নেসা, রোকেয়া আহমেদ প্রমুখ।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে নেতৃবৃন্দরা বলেন, আমাদের প্রত্যেককে শীতার্ত গরিব-দুস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে। তাদের কল্যাণে সমাজের প্রত্যেককে যার যার অবস্থান থেকে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। বিশেষ করে দুঃখী মানুষদের কষ্ট লাঘবে বিত্তশালীদের আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।