প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন ও সমাবেশ উপলক্ষে মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের সমাবেশ ও আনন্দ মিছিল

 নিজস্ব প্রতিবেদক |  শনিবার, ডিসেম্বর ৩, ২০২২ |  ৫:০৬ অপরাহ্ণ
       

আগামী ৪ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫নং মোহরা ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে প্রধান সভাপতিত্ব করেন মোহরা ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ নাজিম উদ্দিন চৌধুরী। সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক, সাবেক কাউন্সিলর আবু তাহের।

সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ইমতিয়াজ উদ্দিন চৌধুরী, আবুল কালাম দুলাল, মেজবাহ উদ্দিন লিটন, রোবায়েদ হোসাইন, নগর যুবলীগের সাবেক সদস্য নঈম উদ্দীন খান, ছাত্রনেতা ফরহাদ খান ইরফান, আরাফাত হোসেন চৌধুরী। সভায় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান, চৌধুরী, জসিম উদ্দিন, ওসমান গণি, কফিল উদ্দিন, শহীদ সরওয়ার হিরু, সাইফুদ্দীন, ইলিয়াস ইলু, শফিকুর রহমান সৌরভ, এস.এম. আলী আকবর, মোঃ সিরাজ, ইয়াছিন তারেক, রিপন দে, মোঃ জাহেদ, মোজাম্মেল হোসেন মানিক, আবুল হাশেম, ইউনিট আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক রফিক এলাহী, নাসির উদ্দিন, আমিনুল ইসলাম, আইয়ুব আলী চৌধুরী দুলাল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন-আগামী ৪ ডিসেম্বর ২রবিবার বেলা ১ টায় চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি গণতন্ত্রের মানস কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে স্মরণাতীত কালের সর্ববৃহৎ সমাবেশকে সফল করার জন্য ৫নং মোহরা ওয়ার্ড আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগ নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানান। আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।

ইমা