মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ের ঐতিহাসিক এসডিও বাংলো এলাকায় শিশুদের বিনোদন মুলক শিশু পার্ক ‘শিশু কানন’ ও পাতাছড়া ইউনিয়নের দুর্গম বালুখালীতে উচ্চ বিদ্যালয় নির্মাণ কাজের ভিক্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো.ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস (যুগ্ন সচিব) প্রধান অতিথি হিসেবে ঐতিহ্যবাহী এসডিও বাংলোতে শিশুদের বিনোদন মুলক কিডস জোন ‘শিশু কানন’ নির্মাণ কাজের ভিক্তি প্রস্তর স্থাপন করেন।
এর আগে দুপুরে জেলা প্রশাসক রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের দুর্গম বালুখালী এলাকায় বালুখালী উচ্চ বিদ্যালয় নির্মাণ কাজের ভিক্তিপ্রস্থর স্থাপন করেন এবং বিদ্যালয়টি নির্মাণে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা চেক হস্তান্তর করেন। পরে রামগড় বাজারে ঐতিহ্যবাহী গণপাঠাগারটি পুনরায় চালু করণের উদ্যোগ নেন।
গোধূলি লগ্নে এসডিও বাংলো প্রঙ্গণে অনুষ্ঠিত সাংস্কৃতি অনুষ্ঠান উপভোগ করেন । এসময় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, পৌর মেয়র রফিকুল আলম কামাল, থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, উপজেলা আ.লীগ সভাপতি মোস্তফা হোসেনসহ বিভিন্ন দপ্তর প্রধান সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক উপস্থিত ছিলেন।
ইমা