চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, মসজিদ ও মাদ্রাসা নির্মাণ সদকায়ে জারিয়া। যারা এই কাজে আত্মনিয়োগ করে তারা অতি ভাগ্যবান। এক সময় মাদ্রাসা পর্যায়ে শুধুমাত্র আরবি শিক্ষা দেয়া হতো। বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করে আরবির পাশাপাশি ইংরেজী, অংক, বিজ্ঞান সহ কম্পিউটার শিক্ষা প্রদান করে যুগের সাথে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তৈরী করছে। এখন মাদ্রাসার শিক্ষার্থীরা দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। খেয়াল রাখতে হবে এই শিক্ষায় জঙ্গিবাদের প্রবেশ ঘটতে না পারে।
তিনি বৃত্তবানদের মসজিদ, মাদ্রাসা নির্মাণ কাজে এগিয়ে আসারও আহবান জনান। গত শনিবার বিকেলে পূর্ব ষোলশহর জীবন মিস্ত্রী বাড়ি হাজী আবুল হোসেন জামে মসজিদ ও আহমুদুর রহমান ফোরকানিয়া মাদ্রাসা নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। শোয়েব রিয়াদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন-আবুল কালাম, এরশাদুল আমিন, ইঞ্জিনিয়ার সেলিম উল্লাহ সহ এলাকার গণ্যমান ব্যক্তিবর্গ প্রমুখ।
মেয়র আরো বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। নগরীরকে পরিষ্কার রাখার ব্যাপারে জনগনকে সচেতন করতে ইমাম ও মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা রাখতে পারেন। তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা গৃহকর নিয়ে শংকিত হবেন না। আপনাদের গৃহকর নিয়ে শংস্বয় থাকলে আপীল করলে আপীল বোর্ড সহনীয় পর্যায়ে তা ধার্য্য করবে।